ধরো আমার কয়েক মৃত্যুকালের পর,
নব জন্মের ঊষালগ্নে;
জীবনের কোন এক কালবেলায়;
ভবের মায়ার নিঠুর খেলায়-
বসন্ত উৎসব কিংবা পৌষের মেলায়।
স্নিগ্ধ সকালে,নির্জন দুপুর কিংবা শান্ত বিকালে;
জনমানব শূন্য রাস্তার ধারে,
কিংবা সেই চিরচেনা পুকুরপাড়ে।
তোমার সাথে যদি হয় দেখা!
হয়তো একান্তই আমার প্রার্থনার ফলে,
পৃথিবীর ধীর আবর্তন কিংবা নিয়তির ছলে,
তবুও যদি হয় দেখা-
সেই রূপকথার প্রতিশ্রুতিবদ্ব অনন্তকালের পথযাত্রী আমরা,
সেই তুমি-আমি আজ একা!