তারপর-
তুমি কার বা কে তোমার;
আমি জানিনি,
রাখিনি সে খবর;
আমার পাঁজরে রক্তাম্বরের জ্বলনোন্মুখ জবা-
সেচ্ছাদহনের দীর্ঘশ্বাসে অনন্তযৌবনা ভালবাসার কবর!
তারপর?
তারপর,আর কথা হয়নি-
বস্তুত আমি আর নিজেকে ভাঙ্গতে চায়নি!
আমি মেনে নিয়েছি জগতধাত্রীর নিঠুর বিধিমালা।
আমি মেনে নিয়েছি জীবন ও বাস্তবতার চোখ রাঙানি-
অকপটে স্বীকার করেছি ভুল জন্মে আমার অসাড়তা!
তুমি চাওনি বলেই-
আমার বিরহানলেও পুলক লাগে।
শুধু তুমি চাওনি বলেই-
বদলে গেছে ভাগ্যরেখা,এই কপালের দাগে!
তারপর আমিও আছি,
লোক দেখানোর মত,আমিও বেশ আছি।
মৃত নদীর মত শীতের ছোঁয়ায়-
প্রস্তরখন্ডের চিড়ে মঙ্গলকর অশ্বথ জন্মের আশায়!