আমি তো ভেসে গেছি-
শ্রাবণ-অশ্রাবণের অনিয়ত ধারায়।

অরিত্রি,
তুমি পারছো তো?
নিরেট কংক্রিটের বাকিটা পথে?
আমি তো থেমে গেছি,রয়ে গেছি-
প্রণয়ের ভুলেভরা মিথ্যা শপথে!
আমি না হয়,হেরে গেছি।
মরে গেছি,
না চেয়েও;
তোমাকে চাইছি-
মৃত্যু চাইছি!

আচ্ছা,তুমি কি মৃত্যুর প্রতিরূপ ছিলে?
তোমাকে চাইতেই-
তুমি আর মৃত্যু মিশে গেছো;
প্রেমিকের অক্ষৌহিণী অপেক্ষা হয়ে-
নিষ্প্রভ,অনিশ্চিত জীবনবাকের সন্ধিপথে!