তোমার কংক্রিটের ছাদে জ্যোৎস্নাবিলাস,
আর আমার কুঁড়েঘরে।
একই আকাশে,একই চাঁদের আলোয়।
অথচ কস্মিনকালেও মিলনের সমাবেশ হবেনা।
যেন অসীম এক শূন্যতা-
ফাঁকফোকড়ের অতল স্পর্শী তফাত.......
তোমার-আমার মনের তর্কটাই ঢের ভালো,
মীমাংসার অযোগ্য!
পবিত্র পাপের শাস্তি......
ক্ষতিপূরণ,মীমাংসা কিংবা শান্তির পথে হাঁটেনা!
শিকল দিয়ে,খাঁচা দিয়ে পাখিকে রাখতে হয়,
আমার শিকল নেই,দানাপানি নেই,
আছে শুধু খাঁচা!
ঝরনা বাঁধা পায়-
সরোবর হয়ে দাঁড়ায়.............
বুকের গভীরে হতে এক অনির্বাণ ব্যথা,
প্রতিক্ষণে পাঁজর ছিড়েখুঁড়ে বেরোতে চায়
সাহসে আর কুলায় না-
বুকের ভিতর দুঃস্বপ্নের ঘুম,দমবন্ধ নিঃশ্বাসে মারা যায়.......
সমুদ্রের বুকে আর আকাশ হয়ে থাকা হয়ে উঠেনা!
ভালবাসার অদ্ভুত বেড়াজালে বন্দি.....
তবু ভালোবাসি,তবুও কষ্ট পাই;
তবুও ভালোবাসি,তবু গঙ্গাজলে ভেজা চোখ-
তুমি কিংবা মৃত্যুতেই লীন অষ্টপ্রহরের শোক!