অমনিশার ঘোর আঁধারে নিমজ্জিত ছিলাম,
রঞ্জনহীন,তমসাচ্ছন্ন একাবিংশ পুরীতে মৃদু রবির মত এলে।
থিতু ছেলেটা প্রথম দেখাতেই আঁটকে গেলো-
অমরাবতীতে ঠাঁই পাবার মন্ত্রধ্বনিতে নিমগ্ন....
শিশিরে মুক্তা হারায়,মৃদু রোদের আভায়!
মিলনবাসনার সুধা বিষে মিশে সদ্যোজাত কালদীর্ঘায়ানের মহাভ্রম।
তোমাকে,খুব করে চাওয়া শুরু প্রতিবেলার প্রার্থনাতে-
মারিয়ানা ট্রেঞ্চের ডিপের মত অসম্ভব 'তুমি' অর্জনের সুতীব্র আসক্তি,
কে জানতো?তোমার নেশাতেই ছেলেটা বুঁদ হবে?
অরিত্রি,
ভবঘুরে এই বেকারের হাতে ভালোবাসার জন্য অফুরন্ত সময়-
অল্প বয়সে বেকার প্রেমিকের ভালোবাসা সবসময়ই স্বর্গীয়!
তবুও তুমি আমাকে বুঝছো না,
হয়তো আমিও তোমাকে;
বিষণ্ণ মহাকালে,কালদীর্ঘায়নে আমাদের সময়ও মিলছে না!
চোখ বাড়ায় আলোর তিয়াস,
ফিরে আসে আঁধারের নেশার টানে!
অভিমান জমে বরফের মত,অজস্র মলিন ক্ষত,
শুন্যতা পরিপূর্ণ দীর্ঘশ্বাসে!
অরিত্রি,
খুব করে কত কিছু ভেবে নিয়ে যে ভাল থাকতে হয়।
তার কিয়দংশও যদি তুমি জানতে!
আফসোস!
নিজেকে কখনো চেনায়নি বলে-
একজীবনে তুমি কখনোই আমাকে চিনলেই না!