ভালবাসলেই নারী হয়ে ওঠে নদী;
তীব্রভাবে বাড়ে সাগরে লীনের তৃষ্ণা-
তবুও তার আর সাগর হওয়া হয়ে ওঠেনা!
সাগর তো আজন্ম বুকে আকাশ ধরে রাখে-
অথচ নারী!
ক্ষয়ে পরা আকাশচ্যুত নক্ষত্রের এপার;
শীতল বিষণ্ণতায় ভরা মৃত্যুর ওপার।
জীবনান্দের নিখাদ শব্দ বাণ -
সত্য শিকারের বাইরে এক স্তম্ভ অনির্বাণ।
"মাছ আর মন আর মাছরাঙাদের ভালোবেসে-
ঢের আগে নারী এক;
তবু চোখ ঝলসানো আলো।"
তোমার লুকানো কপালের দাগে-
পুষ্পসম আঁচলের প্রতিটি ভাঁজে;
পুরোদস্তুর লুন্ঠিত হৃদয়ের সংখ্যাতত্বে তীব্র অনীহা আমার।
চোখের কাঁজলের গভীরে,হৃদয় খুঁড়ে;
এঁকেছি নিষ্পাপ প্রেমের মৃত্যু!
এঁকে চলেছি ধূসরতায় মৃত প্রিয় মুখ......
প্রেমের ভয়াবহ ক্ষেত্র-ক্ষেত্রজ্ঞের স্তম্ভ ছিঁড়ে,
বৃকোদর উত্তুঙ্গ বাতাস অমরাবতীর বুক বেয়ে নেমে;
উন্মত্ততায় মিশে গেছে আমার ভেতরে,শাঁই শাঁই করে!
যক্ষ প্রেমের সুতীব্র উল্লাস প্রতিক্ষণে হানে-
ভালবাসা যার চোখে দেখিনি;
তারই সম্মোহনী আহ্বানে......
হায় ঈশ্বর,এ কী অদৃষ্ট আমার!