মসজিদে গিয়েছিলাম শান্তি খুঁজতে-
ওরা বললো-
কালেমায় বিশ্বাস আনতে,
ইসলামকে আপন করে নিতে।
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে।
রোজা করতে, হজ্জে যেতে,যাকাত দিতে......
নিখুঁতভাবে কোরান-হাদিস মেনে চলতে।


তারপর গেলাম মন্দিরে,
ওরা বললো-
পূজো দিতে,
গঙ্গা স্নান কিংবা তীর্থে যেতে,
কেউ বললো বাড়িতে যজ্ঞ করতে,
শনিবারে শনিদেবের পূজা দিতে।
বেদ,পুরাণ,শাস্ত্রাদি মেনে চলতে........


তারপর গেলাম গীর্জায়;
ফাদার বললো যীশুর সামনে সমস্তকিছু স্বীকার করতে।
পবিত্র বাইবেল দিলেন হাতে।
সুসমাচার পাঠ করতে।
আরো বললেন নিয়মিত প্রার্থনা করতে.....

তারপর গেলাম প্যাগোডায়,
তারা বললো চতুরার্য সত্য,অষ্টাঙ্গিক মার্গ মেনে চলতে,
নিয়মিত ত্রিপিটক পাঠ করতে.......

জৈন,শিখরা বললো নত শিরে গুরুকে স্মরণ করতে।
গুরুদ্দুয়ারায় রোজ সেবা করতে।
প্রণীত বিধি মেনে চলতে......

ক্লান্ত হয়ে বাড়ি ফিরে,
শুয়ে পড়লাম মায়ের কোলে।
দেখলাম সমস্ত শান্তি,অমৃতসুধা মাকে ঘিরে।
মায়ের মতন এমন আদর সোহাগ অমৃতসুধা,
পুরোদস্তুর জুড়ায় প্রাণ-
শীতল কোলে,সমস্ত যাতনা ভোলে........

মসজিদ-মন্দির,গীর্জা,প্যাগোডার মত মা বললেন না তেমন কিছুই,
জাদুর হাতের পরশ দিয়ে,
পৃথিবীর সমস্ত শান্তি দিলেন আমার মাথায় বুলিয়ে-
শান্তি নেমে এলো আমার দুচোখে........