এরকম এক আগমনী ফাগুনে-
ছেলেটা গোলাপ চেয়েছিল!
কয়েক বসন্তপরে,
এক আগমনী ফাগুনে তার সাথে দেখা।
দেখলাম,
ঠাঁই দাঁড়িয়ে আছে,রাস্তার পাশে-
আগুনসমেত বিস্তৃত মহাসমারোহে;
প্রকৃতি'র ঘরপোড়া রক্তাম্বরে-
ফাগুনের আগুনরাঙা কৃষ্ণচূড়া হয়ে!
কৃষ্ণচূড়া মানেই শুধু বিপ্লব আর বিদ্রোহ নয়,
কৃষ্ণচূড়া মানেই পাঁজরের জ্বলোন্মুখ অচ্যুত প্রেম!
প্রেমিক হলেই ভেতরের লাল.......
আর কৃষ্ণচূড়ার লাল মিলে একাকার হয়ে যায়।
প্রেমিক হলেই-
মানুষ কৃষ্ণচূড়া হয়ে রয়!