জীবনের বাঁকে বাঁকে লুকানো নির্মম বিভৎসতা,
কীটপতঙ্গের জীবন কি তবে আনন্দের?
সন্দেহ হয়-
হয়তো নয়!
আনন্দে ওড়া মৌমাছির জন্য ওত পেতে আছে দাঁড়কাক;
পাখা মেললেই ছিড়ে ফেলতে প্রস্তুত উদাত্ত দুষ্টু ছেলের দল।
যেন আজন্মকাল থেকেই প্রেম আর সুখ নস্যাৎ করতে সদা প্রস্তুত,
হিংস্র শিকারীর কালো হাত!

এ পৃথিবীতে এসে,কতকিছু ভালবেসে;
কত স্বপ্ন দেখি আর কত সপ্ন মেকি।
স্বপ্নের নেশায় নিরান্তর ছুটোছুটি
ধবল জ্যোৎস্না রাত্রে....
দৃশ্যমান কিংবা অদৃশ্যমান শিকারির শিকার সবই,
সবকিছুর লুটোপুটি!


মাঝে মাঝে খুব ইচ্ছে করে,
হৃদয় থেকে ভালবাসার অনুভূতিটাকে ছিঁড়ে,
নব্য যৌবনের শ্রাবণে ভাসিয়ে দিই-
তারপর কোনো এক বসন্ত বিকালে,
ঝড়ে যাবে জীবন বৃক্ষের পাতা!
ক্লান্ত বাতাসে ভাসবে আমার না বলা কথা।
এক তোমাতেই এতটা জীবনান্দের মত  চুপ!
বাতাসের কানে তবু বলাবলি হবে-
অরিত্রি,
একসময় তোমাকে চেয়েছিলাম খুব!


এক চৈত্রের হলুদ বিকালে,
আমি চিরতরে বিদায় নিবো-
ঝড়ো উষ্ণবাতাসে ভাসবে আমার মৃত্যুর শোকবার্তা-
আমি মরে গেছি,জেনে কষ্ট পাওয়ার কিচ্ছু নেই।
নেই দুঃখবিলাসের কোন আবশ্যকতা!
বরং এইটুকু জেনে দুঃখিত হইয়ো-
প্রতিমুহূর্তে কী অসহ্য বিষাদচূড়ায় আরোহন করেছি,
কী নিদারুণ মৃত্যু দ্বীপ আকঁড়ে ছিলাম।
বহুযাচিত 'তুমি' না পাওয়ার মত সত্য বুকে নিয়ে!