মোহনায় দু’টি রাস্তা দু’দিকে চলে গিয়েছে,
একপাশ আমাকে করে রেখেছে নেক্রপলিশ!
অন্যপাশ বরফগলা নদীর মত-
নেক্রপলিশের বুকে ছোট-লম্বা ঘাস আর ঘন তৃণলতা,
বাতাস অবিরত ঢেউ খেলে যায়-
ঘাসের কানে ফিসফিসানি মহাকাল আর মৃত নক্ষত্রের!
অথচ এখানে আমার সব ক্লান্তির দাগ মুছে যেতো............
গন্তব্য শেষ হতো আকাশচ্যুত নক্ষত্রের!
আমি দ্বিতীয় পথটি রেখে এসেছিলাম এক অন্যদিনে,অন্যের তরে!
খুব সাবধানে আর সন্তর্পণে.......
হায়!
পথ রাখতে গিয়ে নিজেকে রেখে আসলাম!
দরকষাকষির বাজারে অবিক্রীত পণ্যের মত মূল্যহীন।
আমি জানি একটি পথ নিয়ে যায় অন্য পথে;
পথের শেষ নেই,পথিকের নেক্রপলিশ পথের রুপ বদলায়...
প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম হয়ত কোনোদিন ফিরব না আর!
সময়ের ঘসা লেগে ক্ষয়ে যাওয়া শিলালিপিটি যুগে যুগে:
বহুগামী নদীর মত দুটি পথ বয়ে চলেছে,
নেক্রপলিশ আর বরফগলা নদী হয়ে!