অথচ তোমার চোখে,মুখে,ঠোঁটে-
কর্কটক্রান্তির সমস্ত বিষাদ;
একাকীত্ব,হতাশা,বৈদগ্ধতা কিংবা অপূর্ণতা,
সব ধুঁয়ে মুছে প্রেম আর অপ্রাকৃত সুখ দিয়ে মোড়ানোর শক্তি ছিলো।
আশ্চর্য!
সে নিখাদ জাদুশক্তি তুমি কখনোই জানলেই না!


শক্তির পরিধি আর ব্যাপ্তির বাইরে ফের আগে-
তুমি এক বিপথে ঝলসানো নক্ষত্র!


বিজ্ঞান স্বীকার করে-
"শক্তির বিনাশ নেই"
তা কেবল এক রুপ থেকে অন্য রুপান্তরিত হয়।
আচ্ছা,সে জাদুশক্তি কখনোই কি আমাকে ছুঁতে পারবে না?
নাকি সে শক্তি কেবল অন্যের জন্যই সৃষ্টি হয়েছে?


জুয়া না খেলা ঈশ্বরের ভুল পাত্রে বড়দান,
অদৃষ্টবাদের শিকার জ্যোৎস্নারাতের ঘাইহরিণী-
জন্মাবধি মহাশক্তির অস্পর্শী-বিমূর্ত ক্ষয়।
যমের ও মানুষের মৃত্যুর মত অচ্যুত চুম্বন!