আমি তার স্পর্শমেঘে ভাসতে চাইনি-
কিংবা খুব করে তার গন্ধমৃগ বা উষ্ণীয় অভ্যর্থনা ;
কামাতুর কোন লালসা বাসনায় চায়নি।
ঈশ্বর,আমি শুধু একটিবার-
মাত্র একটিবার,তার দর্শন চেয়েছিলাম!
আমি চাই-
কোনো এক স্নিগ্ধ সকালে কিংবা পড়ন্ত বিকালে;
উত্তাল সমুদ্রতট বা নির্জন নদীর পাড়ে-
রোদওঠা দ্বিপ্রহরে বা আবিরখেলা গোধূলি বেলায়,
হোক তোমার ইচ্ছাবলে,
না হয়তো একান্ত ই আমার প্রার্থনার ফলে!
জীবনের তিক্ত বা অনিন্দ্যবেলায়,
কিংবা যে কোনো সময়,যে কোনোভাবে;
আমাদের দেখা হোক।
হোক নিতান্তই একটিবারের জন্য!
আমি চাই-
সাতপাকের আগে অন্তত একবার হলেও -
শুভদৃষ্টি হোক।
দুটি চোখের তারায় তারায় ঘটে যাক এক্সিডেন্ট -
চিরায়ত আমার জায়গায় তুমিও কিঞ্চিৎ আহত হও!
একটিবার হলেও আমার চোখে নিজেকে দেখো!
হৃদয় মন্দিরের ঘণ্টাধ্বনি শুনো-
অক্ষিকোটরের বর্ণ চিনে নিও।
খুব নিভৃতে দেখে নিও আমার একপাক্ষিক প্লেটোনিক ভালবাসা!
আমি শিল্পী নই,
তবুও একটিবার দেখেই
আজন্ম তাকে হৃদয়পটে এঁকে রেখে দিব!
আজন্ম আষ্টেপৃষ্ঠে জড়াবো।
ঈশ্বর,সেহেতু আমি একটিবার,
মাত্র একটিবার তার দর্শন চেয়েছিলাম!