আমার ভেতরে তীব্র অবাধ্য,অনিবার্য এক টান ছিল-
তাকে থামানো যায়না!
তাকে তোমার কাছে সঁপেছি-
কল্পনার দরজা খুলে দিই,
সাঁইসাঁই করে বুকের ভেতর দিয়ে যাবার সময়-
হৃদপিণ্ড থেকে শব্দ আনে............
আমি প্রেমিক-
অনিচ্ছায় বাঁধন খুলে দেই।
শিকলবন্দী জিনিস আমার চাইনা!
আমাকে যতটুকু দিবে,ঠিক ততটুকুই কেবল আমার।
হরণ করে নিতে পারিনা-
আমি শুধু তাকেই চেয়েছিলাম,
আমি জানি,
আপ'নি ধরা না দিলে কাউকে ধরে রাখা যায় না......
যখন জ্বরগ্রস্ত কপালে পরশ মাখা হাতের ছোঁয়া মেলে না,
যখন হোঁচট খাবার পর কেউ ব্যাথার খবর জানতে চায় না,
আমার বিষণ্ণ মুখের রহস্য কেউ কোনোদিন জানতে চায়নি,
কখনো ছুঁয়ে দেখতে চায়নি-
না চাইতেও আমি হয়ে যাই এক আনসলভড মিস্ট্রি!
যতবার জীবন চিনতে চেয়েছি-
ঠিক ততবারই আগুন নিয়ে হাজির হয়েছো!
অতল অস্পর্শী তল,একবার স্পর্শ করে দেখো-
নীল বিষাদ আর বিসর্জনের উত্তাপে কতোটা পোড়ে দেহ!
তুমি হয়তো রোদ্দুর,আমি পুড়ে যাই-
আমি হয়তো জ্যোৎস্না নীরবে ভিজে যায়-
সত্যিই,রোদ আর জ্যোৎস্নার,কখনো কি দেখা হয়?