ছোট্ট খুকি
জাহিদ হাসান রানা
ছোট্ট খুকি কুসুম সোনা,
তার জন্যই তো বাঁশি আনা।
মেলায় গেলাম চলে এলাম,
তার জন্য এক বাঁশি নিলাম।
বয়সটি তার মাত্র দুই
এতেই পাকনা বুড়ি,
তার পাশেতে যদি বসি
দেবে কথার ঝুড়ি।
বলবে এসে ভালোবেসে
"ভাইয়া চক্কেট আনো,"
পকেটে যদি টাকা
তার বায়নাটি মানো।
কথাতে তার বৃষ্টি ঝরে,
দেখতে ছোট্ট পরী,
অবাক চোখে তার কান্ড দেখে
হোছট খেয়ে পরি।