পহেলা বৈশাখ
জাহিদ হাসান রানা
পহেলা বৈশাখ মানেই
উৎসব মূখর একটি দিন,
ব্যবসায়ী মহলে হবে হালখাতা
থাকবে না আর কারো ঋণ।
ছোট-বড় সকল মেয়েদের
পরনে থাকবে রঙিন শাড়ি,
সব বাড়িতে থাকবে ইলিশ আর শুটঁকি,
আরো থাকবে পান্তার হাড়ি।
নতুন বর্ষে - নতুন দিনে
নতুনকে সবাই নেবে ঘরে তুলে,
অতীতের সব পুরনো স্মৃতি
যাবে সবাই ভুলে।
সবাই মেতে উঠবে
নতুন জীবনের নতুন গানে
পহেলা বৈশাখ স্মৃতি হয়ে রবে
সকল বাঙালির মনে প্রানে।