মানুষ
জাহিদ হাসান রানা
সৃষ্টির সেরা মানুৃষ জাতি
বুদ্ধির সেরাও বটে,
উচিত কথা শুনলে তারা
রেগে লাফিয়ে ওঠে।
নিজের ভুলটি দেখতে পায়না
অন্যের ত্রুটি খোজে,
নিজের ভুলটি ধরিয়ে দিলে
মরে যায় তারা লাজে।
অল্পতে তারা তুষ্ট হয় না
অধিকে সুখ পায়,
একটি জিনিস একবার পেলে
বার-বার সেটা চায়।
লাভের আশায় হারিয়ে ফেলে
নিজের আসলটাকে,
এভাবেই তারা পড়তে থাকে
জীবনের ঘূর্ণিপাকে।