বৃষ্টি
জাহিদ হাসান রানা
আকাশ থেকে পড়ছে পানি
নাম দিয়েছে বৃষ্টি,
কি অপরূপ সুন্দর আর
কি অপরূপ সৃষ্টি।
অনেক কথা ভাবি মোরা
অনেক কথাই জানি,
বৃষ্টি নিয়ে হয়নি ভাবা
লেখাও হয়নি।
এই সময়ে বসে আছি
হঠাৎ মনে হলো,
লিখতে হবে কবিতা
তারাতারি চলো।
ফোটা-ফোটা পড়ছে পানি
ধুয়ে যাচ্ছে গাছ,
পুকুরেতে বাড়ছে পানি
খেলা করছে মাছ।
বিছানাতে পড়ছে পানি
কোথা থেকে এলো???
মাথার উপর ঐ যে ছাদ
এবার বুঝি গেলো!
বৃষ্টি যখন থাকবে
রাস্তা থাকবে ভিজে,
বাড়ির যত কাজ থাকবে
করবো সবাই নিজে।