বৃষ্টি মানে রোমান্টিকতা
আকাশ কালো
ধূসর মেঘের ভেলা
মন করে ব্যাকুল
বৃষ্টির রিমঝিম শব্দে
কিসের তান্ডব
ঝিরি ঝিরি বাতাসে
প্রাণে দিয়ে যায় সুর
দৃষ্টি যত দূর যায় না কেন
প্রকৃতি যেন হাত ছানি দিয়ে ডাকছে ।
পরিশ্রমী মানুষের কাছে
বৃষ্টি মানে অভিশাপ ।
পানি জমলেই যেন, কষ্ট বাড়ে তিনগুন
কর্ম নেই, ক্ষুদার্থ,আশ্রয়হীন মানুষগুলো
একটু খাবারে জন্য করে, হার ভাঙগা খাটনি
কেউ জানালার পাশে বসে
বৃষ্টি দেখেছে
আর কেউ বৃস্টি ভেজা গায়ে,
পরিশ্রম করে চলেছে অবিরত
শুধু একটা স্বপ্ন,শুধু বাঁচার আশায় ।