কবিতা লিখবো বলে,আমি কাগজ আর কলম নিলাম
অহ্চ আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে
চোখের সামনে একটি দৃশ্য
আর দৃশ্যের মাঝে,একজন কবি
সন্ধ্যাবেলায়
সে তার শোবার ঘরের জানালা
জানালার পাশে কালো গোল
টেবিল,ও চেয়ার,
পানির গ্লাস,গ্লাসে ভরা পানি
কিছু কলম ও কিছু বই
রাখা আছে টেবিলের উপরে
টেবিলে বসে,কবি সাদা কাগজে
তার কবিতা লিখছেন
কবিতা লিখতে লিখতে
প্রথম কাগজটি ভোরে গেল
এখন কবি দ্বিতীয় কাগজটি,জুড়ে
সে তার কবিতা,লিখে শেষ করবেন
তার কবিতার নাম ভাবকল্প ও চিত্রকল্প
দৃশ্যটি দেখলাম
আমি আমার মাথা নাড়লাম
আমার সামনে রাখা সাদা খালি কাগজ
কাগজের উপরে আমি আমার কলমটি রেখে দিলাম
আজকে না হয়ে আমার লেখা কবিতা থাক,
দেখি সেই কবি তার কবিতায় কি লিখছেন ।
এই কবিতার বর্ণনা :
একজন লেখক তার কবিতা লিখা বাদ দিয়ে
টিভিতে চলা একটি নাটক,দেখার প্রতি মগ্ন হয়ে পড়েন,
কারণ সে নাটকটি,মূলত একজন কবির জীবনকে ঘিরে
কবির লিখিত কবিতা,কর্মকান্ড,পরিবেশ ইত্যাদি নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে ।
(এটি একটি কল্পনিক ঘটনা )