আমি যতবার আমার মোবাইল ফোনে
তোমার ছবি দেখি,
তুমিও কি
ততবার, আমার ছবি দেখো?
আমি যতবার মনে মনে তোমাকে খুঁজি
তুমিও কি,
আমাকে খুঁজো ?
না কি, ভর করেছে
অন্য কেউ
তোমাকে মনের মনিষ্ঠায় ।
বিশাল ভালোবাসা
বুকের এক কোণে রেখেছি
কি মায়া জাগে এই প্রাণে
আমি যতবার আমার মোবাইল ফোনে
তোমার ছবি দেখি
তুমিও কি
ততবার আমার ছবি দেখো ?
*বর্ণনা:গল্পের নায়ক নায়িকাকে বলেছে,যে তার নায়িকার মনে অন্য কেউ জায়গা নিয়ে ফেলেছে,নায়কের মনের আকুতিমিনুতি এই কবিতা প্রকাশ পাচ্ছে ।