বুকের মাঝে চাপ ধরা বেদনা
চলে গেছো তুমি তাও আবার অনেকদিন হলো
তোমার ঝাপসা স্মৃতি আর
এক বুক জ্বালা নিয়ে
পথ ভুলে যাওয়া পথিক আমি
আমার চোখের পাতা ভিজে গেছে
অনেক ভুলতে চেয়েছিলাম ছিলাম তোমাকে
কিন্তু তোমার স্মৃতি তোমার কোমল স্পর্শ
আমাকে তোমাকে ভুলতে দেয়নি
তুমি চলে গেছো অনেক দূরে
তোমার স্মৃতি আমাকে কাদায়
ঝাপসা স্মৃতি ও আমার এই নিঃস্ব জীবন ।
*বর্ণনা:নায়িকার চলে গেছে অন্যের হাত ধরে নায়ক তার মনের বেদনা প্রকাশ করছে ।