তুমি বললে আর আসবে না
তবে কেন এলে ?
আমাকে ভালবেসে
অমন করে তুমি
কোথায় পালালে ?
রাতে কতদিন  দেখিনা
পূর্ণিমার চাঁদ ওই আকাশে
আমি যে তোমার
পথ চেয়ে বসে আছি
তোমার প্রশ্নগুলো যদি বলি
মূল্যহীন
আমার প্রশ্ন গুলো আজও
আটকে পরে আসে "এনক্যাপ্সুলেশন"
নামক খাল বাক্সে উপরে পরে থাকে এক গাদী ধুলো ।