শুধু জানি না তোমার বাসার ঠিকানা  
তুমি কোথায় আছো আমি তাও  জানি না
কোথায় তোমাকে খুঁজবো,
কোথায় পাবো খুঁজে তোমাকে  
তোমার সাথে কি আমার
কোনদিনও দেখা হবেনা ?
একদিন তুমি ঠিকি আসবে আমার কাছে
হয়তো, সেদিন আমি পৃথিবীতেই  থাকবোনা
ভালবেসে কেন কাঁদতে হয়ে
সেকি যন্তনা অবুজ মনের
শুধু দূর আর নীরবতা  ।
















~বর্ননা:কাছে আসার গল্পে এই লেখাটি ছাপা হয়েছে,এই কবিতা দেখানো হয়েছে প্রেমিক কে না পাওয়ার বেদনা