মনের বাঁধন ছিন্ন করে তুই জাবি পরের ঘরে
মোর লক্ষি বোন সুখ যেন তোর ঘরে চাবি
হাত বাড়ালেই মিলবে সবই
করবে আদর সবাই তোকে
রাখি সবার মান,পাবি আদর
তুই যে আমার ছোট বোন ।
~বর্ণনা:বিয়ের হয়ে চলে যাচ্ছে এক ভাইয়ের ছোটবোন এই কবিতা দেখানো হয়েছে