তোমার সেই ঘন কালো চুল
এবং তোমার মুখ
চোখ বন্ধ করলে দেখি তা
তোমার কানের সেই ঝুমকা
এক অংশ আমার কাছে
বলতে যে ও তোমাকে
বলতে পারিনি
ভালোবাসি তোমাকে মেয়ে
তুমি আমার প্রেম ও মনের ভাবনা ।