দুই হাত দিয়ে স্বপ্ন তারাই
গভীর ঘুমে মগ্ন সবাই
বুকে রঙিন সুখ
ঘুম পাড়ানি মাসিপিসি
ঘুম পাড়িয়ে দাও গো
দুই হাত দিয়ে স্বপ্ন কুড়াই
আনমনা ধ্যানে মগ্ন আমি
অদ্ভুতরে তান্ডব
কোন ঠেসা
করলো সব
দুই হাত দিয়ে
শুধুই স্বপ্ন ধরি ।
স্বপ্ন নিবি স্বপ্ন
রঙিন রঙিন
ছোট খাটো স্বপ্ন ।