কোনটা সাদা, কোনটা কালো
বোঝা ভারী দায়ে
হরেক রকম, মানুষ দেখি
এই সুন্দর দুনিয়ায় ।
এসেছিলাম একা যেতেই হবে একা
শূন্য হাতে এক কাপড়ে দূরে বার্তা
সব পিছুটান ফেলে রইবো পরে, মাটির ঘরে ।
"আল্লাহতালা" নাম বলে যাও সবে
তিনি তো করবেন মোদের পার ।
ডানদিকে বেহেস্ত আর বামদিকে দোজখ ,
জিকির করো, পড়ো নামাজ রোজা রাখো ।
নবীজির নাম স্মরণ করো
নামাজ পর তোমরা সবে সবে
সেজদা করো দিনে রাতে ।
সাদা মনের মানুষ গুলো চেয়ে দেখো
তাদের মনে নেইকো কোন কালো
আল্লাহপাকের কাছে মাফ চাও
ত্যাগ করো যত প্রকার কালো,
নিজের পথ, নিজেই গড়ি ।
সুখে থাকি এক সাথে বাঁচিমরি
রাখো ঈমান তোমার হাতে,
ভালো কাজের মূল্য বিশাল
স্রষ্টা হবেন তাদের উপর খুশি
লেখা আছে ,এই তো বিধির বিধান ।