তুমি সেই দূর সেই আছো খুলনায়,
কতদিন দেখিনা তোমায়,
সেই তুমি বহুদূর ।
বিয়ে করে , অন্যের ঘরে,
করেছো সুখি এখন তারে ,
সুখে আছো তুমি, জানি আমি জানি
হয়তো দূরে আছো বলে
আমাকে আর মনে পরে না,
পড়ে না আমার কোন  স্মৃতি তোমার মনে ।
সুখে আছি আমিও
দিনগুলি মোর কেটে যাচ্ছে যেমন তেমন
আমাকে পাবে তুমি,
শত শত মানুষের ভিড়ে,
অনেক বদলে গেছি আমি,
ঢাকা থেকে এসেছি খুলনা
বাকিটা স্বপ্নে  অসমাপ্ত থাকলো
রয়ে গেলো কিছু স্মৃতি ।



*উৎসর্গ
আমি উৎসর্গ করছি এই কবিতাটি...............
আমার পরিবার বর্গ ছোট সোনা আমার তানসি,অন্যান্য,
বন্ধু বান্ধুবিদের, এবং আমার দুই প্রাপ্তম প্রেমিকে আমি উৎসর্গ করলাম ।
---- মো: তাজুল ইসলাম
মাহমুদুর রহমান হিমি ।