রহস্যের মাঝে জীবন মোদের
রহস্যের মাঝে থাকি
রহস্যের মোরা বন্ধী মায়াজালে
ক্ষেত্র বিশেষ মাপি ।
জড়িয়ে আছি চাদর তলে
আকাশ জুরে তারা জ্বলে
শক্ত পাতর সাগর জলে ।
আমার পৃথিবী খুব রহস্যময়
আকাশ পাতাল তফাত বিশাল
জলে আগুন মাটি ফুড়ে
রোমাঞ্চতে ঘেরা রহস্য
করে খেলা কানায় কানায় ।
অনেক রকম চুরি নেই জুরি
অমীমাংসিত
রহস্য এখন হয়নি বিভক্ত ।
কাহিনীর ভিড়ে কাহিনী
" শুধু এক একটি কাল্পনিক রটনা মাত্র"
অন্ধকারের হারিয়ে আমরা
কত যুগের ঘটনা,আছে হয়ে রটনা
আলোর খুঁজে পাই ক্ষুদ্র বিন্দু হতে
আলো ধারা বয়ে সময় সময়
ঘটনায় বহুল পরিমাপ সমানে সমান ।
মন মানাহার সবাই সমান
তাদের আশা
রহস্য দাড়ায়ে দুইভাগে
বেড়াজাল ভেদ করে আসে
রহস্যের উম্মোচন হল আজ
উত্তর মিলে যায় একই সুত্রে
দেরিতে হলেও
পূর্ণতা পায় জীবন জুড়ে
নতুন আলোয় কাটে আধার
অমীমাংসিত রহস্যের
ভেদ হয়ে আসে নতুন ঠিকানা ।
*(ছন্দ ছাড়া কবিতা )
কবিতা ব্যাখ্যা :
আমার পৃথিবী ঘেরা আছে অনেক রহস্য ।
এই পৃথিবীর বুকে অনেক রহস্যময় জায়গা এবং রহস্যময় ঘটনা আছে যার ব্যাখ্যা আজও
পাওয়া যায়নি । অমীমাংসিত রহস্যময় ঘটনা যুগে যুগে পৃথিবীর বুকে রয়ে গেছে
আবার কোনোটার রহস্য উম্মোচন হয়েছে ।
কোনো ঘটনা মানুষের পক্ষে উম্মোচন করা সম্ভব হলেও, অনেক ঘটনার বিষয়ে এখনও প্রকার ভেদ করা মানুষের পক্ষে অসম্ভব ।
আমাদের সৃষ্টিকর্তা তার পবিত্র কোরানের শরীফের আয়াতের মধ্যে তার সৃষ্টির বিষয়ে উল্লেখ করে করেছেন ।
আমরা প্রতিনিহত তার সৃষ্টির কদর করি " সুবহানাল্লাহ " ।
গ্রহ , নক্ষত্র ,সূর্য , চন্দ্র আকাশ ,পাতাল ,পানি, পাহাড় , মহাবিশ্ব তারই সৃষ্টির সুন্দর নিদর্শন । আমি আমার কবিতার মাধ্যমে এই কথা গুলো বলেছি ।