তোমার গতকাল রেডিওতে দেয়া ইন্টারভিউয়ে
তোমার আলাপ চারিতা শুনলাম
ভালবাসার প্রকাশ করা প্রসঙ্গ
তুমি যা বলেছো
"মেয়েদের নাকি বুক ফাটে
তো মুখ ফোটেনা"
"মেয়েরা নাকি খুব সহজে কেউকে "ভালবাসি"
কোথাটি বলতে পারেনা
সমাজ ভালো চোখে দেখা না" ।
আমি এখন বলি শুনো
ছেলেরা যা পারে মেয়েরা তা পারে না
আর সেই যুগ নেই
পাল্টে গেছে সমাজ
রেডিওতে যখন তোমার ইন্টারভিউ শুনেছিলাম
কেঁদে ফেললাম কতদিন পর তোমার কণ্ঠ শুনতে পেলাম
মনে হয়েছে একবর্ষ গড়িয়ে গেছে
আজও আমার কানে ভাসে তোমার গলার শব্দ
মনে হয়ে তুমি গিটারে গান গাইছো
তোমার গলা শব্দ ।