মাঝে মাঝে মনে হয় তুমি
আমার সামনে দাঁড়িয়ে আছো
কবিতা পাতা গুলো বাতাসে
পরে গেছে মাটিতে
আমি কবিতা পাতা গুলো
হাতে তুলে নিলাম
তুমি হাসছো তোমার মুখের হাসিটা
আমি বড় ভালবাসি হঠাৎ তুমি বলে
"আমাকে দেখো " ।।
তুমি তোমার হাতটি বাড়িয়ে দিলে আমার দিকে
আমিও তোমার দিকে হাত বাড়াতেই !
দেখলাম তুমি নেই, তুমি নেই, তুমি নেই
শুধু তুমি ছিলে আমার পুরো কল্পনা জুড়ে
তুমি আছো আমার হৃদয় জুড়ে ।