বেলা প্রায় শেষ
প্ৰতীক্ষার পালাও প্রায় শেষ
ব্যস্ততার দিন গুলো কাটছে
একই ভাবে
নেই কোনো পরিবর্তনের অভ্যাস
প্ৰতীক্ষার পালা যেন
নাহি শেষ হয় ।
মানুষেরা বদলায় তার গতিবিধি
পাল্টাচ্ছে মানুষের চিন্তাধারা
তবুও যেন শেষ হতে চেয়ে না কাজের ধাপ
ঘড়ির কাটা যেন চলছে অবিরত,
জীবন নামক ইঞ্জিনে
প্ৰতিক্ষনের পালা যেন শেষ হয় না
আসছে ছুটে সেই নতুন ভবিষৎ
ক্ষনে ক্ষনে পাল্টে যাচ্ছে Method ।