প্রথম ভালো লাগাতেই
ভালোবাসা হয়ে না
লেগে যায় অনেকটা সময়
জলদি প্রেমিক হওনা
প্রেম হলো মস্ত বড় খাদ
তাতে পাবে শুধু ব্যর্থতা
আগে দেখ নিজের মুখ
নিজের আয়নায়
নিজেকে জানো,
নিজেকে বোঝো নাও,
নাও সময় একটিবার ,
ভালোবাসো নিজেকে
নিজেকে জিজ্ঞাসা করো তোমার
প্রতিচ্ছবি কি বলে ।