পৃথিবীর বুকে সুন্দর জ্যোৎস্না
আলো ঝরে পরে
রাতের আকাশ ঝলমল করে
আকাশে সরাসরি মেঘের সারি - আরি
যেন মেঘের তুষ্প,
আকাশ ভরা তারা -সপ্তশি তারা ডাকে ওই ছায়াপথে,
ব্রহ্মাণ্ড পথ জুড়ে ।
আমাদের ছাদে এক কোণে,
জমে থাকা শ্যাওলা
অন্ধকারে চাঁদের আলোতে মনে হয়,
সেই জমা থাকা শ্যাওলাকে
কি সুন্দর সবুজ গালিচা
ঝিরঝির ঠান্ডা বাতাস বইছে উত্তর কণে,
তুমি গান গাইছো,
আমার সেই গানটি গাইতে চেষ্টা করছি মাত্র,
গরম চায়ের কাপে,
আমি চুমুক দিলাম মাত্র,
ঝিরঝির বাতাস জ্যোৎস্না মাখা রাতের আকাশ ।










"পৃথিবীর বুকে সুন্দর জ্যোৎস্না"
এই কবিতাতার দৃশ্যমান পটভূমিতে,
নায়ক(স্বামী)এবং নায়িকা (স্ত্রী),অনেকপর তার তাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে ।
দুইজন তাদের গ্রামের বাড়ির ছাদে বসে,আকাশে পূর্ণিমার চাঁদ দেখছে,নায়িকা সেই সুন্দর মুহূর্তেই,নায়কের প্রিয় গানটি, নায়িকার নিজের গলায় গাইছেন ।