পাতা ঝরা দিনগুলি
ফাগুনের শেষ সপ্তাহ
নিবে তুমি ফুল?
লাল গোলাপ ফুল
নিবে কি ?
না কুঁড়ি
চারিদিকে শুধু রং আর রং
মেখে নিবো ভালবাসার রং
তার চোখে ও মুখে, সুখের হাসি
ফাগুনের শেষ দিনে
বেলী ফুল তার হাতে
গতকাল ছিল বৃস্টি ভেজা রাত
বসন্তের শেষ সপ্তাহের রাত
একলা হওয়া একটি নিদ্রাহীন রাত ।