মিলমিশে তার কোনো নেই জুড়ি
সৃষ্টিকর্তার কি অপূর্ব দর্শন
এই আমরা ক্ষুদ্র প্রাণী
আজীবন অন্যরকম সমীকরণ
সৃষ্টিকর্তার সৃষ্টিরকে আমার সবাই উপভোগ করি
রঙের রাজ্যে আমি এদিকে ওদিকে উড়ি
মনের রাজ্যের আমি রানী
তুমি ছাড়া আমি দিশাহারা
যদি হতাম পাখি উড়তাম
নীল আকাশে
এই আমরা ক্ষুদ্র প্রাণী ।
বর্ণনা:সৃষ্টিকর্তার কাছে মানুষের মনের আকুতি।
সৃষ্টিকর্তার কে নিয়ে লেখা,সৃষ্টিকর্তার কাছে আমরা ক্ষুদ্রতম প্রাণী ।