নতুন বাসা
বড় ছোট ছিমছাম ঘর সাজানো গুছানো
সামনের বাসার বারান্দায় দাঁড়ানো ছোট ছেলেটির
হাতে তার বই চোখে মোটা চশমা
বই পড়াতে মগ্ন সে
আমার ঘরের বারান্দায়
টবে লাগিয়েছিলাম বেলি ফুল
বেলি ফুল ফুটেছে
ফুলের সুবাস পুরো ঘরে জুড়ে
দেয়ালে আয়নাটার
পাশে কাটের আলমিরা
রান্নাঘরটা ছোট হলেই
মন্দ নয় ।
জানালা দিয়ে তাকালেই
নীল আকাশ সাদা মেঘের ভেলা
নতুন বাসা
নতুন পরিবেশ
এতো তো আছি লাগছে বেশ ।
*বর্ণনা : ভাড়াটিয়া নতুন বাসায় উঠেছে বাসাটা বর্ণনা দিয়েছে বাড়াটিয়ার অনেক খুঁজে একটা বাসা পেয়ে এই কবিতা তার মনের অনুভূতি গুলো ।