একটু পরে নামবেই আঁধার
তোমার প্রতিচ্ছবি রুমের আয়নাতে
রং দিয়ে রাঙাবো দুইজনের দুইটি জীবন
নামবে বৃষ্টির হিমেল বাতাস বইবে জরে শরে
কিছু আর কথা বলা হবে না কেন শুধু শুধু ?
চেহেরার কালো রং লাগে যেন পূর্ণিমার চাঁদ
কুঁকড়ানো চুল,এমন এক মায়া আলিঙ্গন
তাকিয়ে থাকি যেন তার নয়ন পানে
ঢুবে যাই অবিরাম
আয়নাতে মুখ দেখি বারে বারে
তোমার কাছে আমার
অনেক বায়না রাঙ্গাবো দুই হাত মেহেদীর রঙে ।
বর্ণনা:এই কবিতায় একটি মেয়ে তার প্রেমিকের সাথে কিছুক্ষণ আগে মোবাইল ফোনে কথা
শেষ করে ফোনে রেখে দিলো। প্রেমিক ছেলেটি বলল "সে তার অফিসিয়াল কাজে খুব ব্যস্ত "সেদিন তাদের দেখা হবার কথা ছিল কিন্তু দেখা হলোনা । মেয়েটি তার ড্রেসিং টেবিলের আয়না সাথে কথা বলছে তার প্রেমিককে ভেবে কথা বলেছে ।
মেয়ের ব্যকুলতা এবং অনেক আবদার এই কবিতা তুলে ধরা হয়েছে ।