রূপে পাগল হইলে বন্ধু
অন্তরে,বাঁন মাররিলা
অন্তরে এমন জ্বালা
কি করে বুঝাবো, তোমারে ?
কচি কচি  পায়ে মাখিয়া লাল রাঙা আলতা ।
আরশিতে মুখ দেখি না আর না গো না,
দেখি,তোমার মুখমন্ডল
রূপে পাগল হইলে বন্ধু তুমি
জল না ছুঁই  না ছুঁই পানি
মোর প্রাণের প্রিয় ওগো
বুকে আমার জ্বালিয়ে কি মোর জ্বালা
তৃস্না মিটলো না মোর,

না, দেখিলে তোমারে
বাজিও না গো, বিষের বাঁশি,  
অচিন দেশের রাজারকুমার
নাকি তুমি কৃষ্ণ আমি
যে তোমার রাধা
অন্তরে,বাঁন মাররিলা ।




*ছন্দ ছাড়া কবিতা ।