মোর আঁখি মেলে দেখি
ভোরের আলো এসেছে
পড়েছে ঘরের মেঝেতে
ঘড়ির কাটা বলে
এইতো ভোর হয়ে গেছে
তুমি চোখ মেলে দেখ
ঘুম থেকে উঠো
তন্দ্রাময় সময়কে করো ত্যাগ
যোগ করো আরো
একটি নতুন দিন
আমার এই দুইটি চোখ
ঘুমে আচ্ছন্ন
দুইটি চোখ স্বপ্নের ঘরে বিবর ।
মোর আঁখি মেলে দেখি
দুইটি চোখে যেন
আরো একটি নতুন দিন
সুচনা শুরু হলো
সে তো এক ডায়েরি পাতার মতো
প্রতি পাতায় লেখা হয়
জীবন নামের গল্প
সেখানে আছে সুখ এবং কষ্ট
মোর আঁখি মেলে দেখি
ভোরের আলো এসেছে ।
বর্ণনা:একজন কবি সারাদিন যা চিন্তা করেছে খুব সকালে ঘুম থেকে উঠে সে পুনরায় চিন্তা করেছে সে জীবন কে সে বই পৃষ্ঠার সাথে তুলনা করছে এবং কল্পনাতে তার মনের ভিতরে কোনো ছবি আঁকছে ।