দরকারটা খুব বেশি
মনের মানুষ খুঁজছি তাই
ছোটোখাটো আমার একটা প্রেম ছিল
যা হারিয়ে ফেলেছি সেই কবেই
তারপর কাজ নিয়ে পরে থাকা এই আর কি
আসতে আসতে বিয়ের বয়স পেরিয়ে গেছে
আমি ভদ্র,মার্জিত,এবং শিষ্ট মানুষ
খুটিনাটি খুনসুটি
নস্টালজিক বিরতি
আমার শুধু নাম জনপ্রিয়তা কাজগুলো
আমার আত্মজীবনে খবরে কাগজে ছাপা হয়েছে
এবং একটা বই
বই মাঝে লেখা এক একটি পৃষ্ঠা
আমার জীবনের শুরু থেকে লেখা
সমালোচনা ইত্যাদি
যা মানুষ বলে ওরা বলুক
ভয়ে নেই আমার
নেই গো ভয়ে
আপনাকে আমার ইন্টারভিউ দিচ্ছি
সবইতো বুঝছেন এখন বলুন আমি মানুষ হিসাবে কেমন
আছে নাকি কোনো মনের মানুষ
যে কিনা আমার হবে ।
বর্ণনা:একজন নামকরা বিশিষ্ট লোক একজন ভিন্ন দেশি মহিলার কাছে তার নিজের জীবন নিয়ে বর্ণনা দিয়েছে কারণ লোকটির জীবন সঙ্গী দরকার তার একাকিত্ব জীবন থেকে নিস্তার পাওয়ার জন্য তিনি মহিলাকে দেখে কাব্য রচনায় মগ্ন ।