হিমি তোমার মোবাইল টেক্সট পেলাম
আমি রীতি মতো অবাক
খুশিতে গদ গদ
আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি না তো ?
হাতে চিমটি কেটে দেখলাম না স্বপ্নের মাঝে নেই
এক পর্যায়ে আমি আমার চোখ বন্ধ করলাম
দেখলাম তুমি আমার সামনেই দাঁড়িয়ে আছো
তোমার হাতে আমার জন্য
লাল গোলাপের কুড়ি ।