মাহমুদ ও তার সেই ছবি তার পরনে ছিল কালো জামা
আমার মোবাইল স্ক্রিনে তার ছবি রাখা আছে
ছবিটি যেন কথা বলছে আমারই সাথে মাঝে মাঝে
তার লেখা এক গুচ্ছ কবিতা তা ছিল শুধু
আমাকে নিয়ে যা হলুদ খাতায় লেখা আছে
তার কিছু স্মৃতি বয়ে বেড়ায় !
তা ঘিরে আছে এখনো আমার কাছে
মাহমুদ ও তার ছবি
ছবিটা দেখে আমি
তার প্রেমে পড়েছিলাম এখনো তা দেখে আমার
মনে হারিয়ে যায়,মনে পড়ে
যায় তার সেই গল্প ।