ক্ষুধার অভাবে করে হাহাকার
মানুষেরা করেছে।
তাদের চোখে নেই নিদ্রা ।
খালি পেটে আর কি তাতে ঘুম আসে?
কষ্টে যেন রাত জাগা পাখিরা হারিয়েছে তাদের নীড়
জানি হাত ছুঁয়ে দিলেও তাদের কষ্ট যাবে না,
কষ্ট যেন আঁকড়ে ধরেছে, তাদের ।
খোলা আকাশের নিচে রাস্তায় তাদের দিন যাপন,
শুনতে কি পাও? ক্ষুধার অভাব, শুনতে কি পাও? তাদের আকুতি
অনেকেই তো বেছে নিজেছে অপরাধ জগত
গড়িয়েছে রক্তপাত,
শুধু এক থালা ভাতের জন্য জীবন যুদ্ধ তাদের কাছে বিলাসিতা একটা স্বপ্নের মতন।
পেটে খাবার অভাবে।
মা ভাত একটু দিবি! না হয়ে একটু টাকা, আমার পেটে বড়ই ক্ষুধা !