তোমার ক্ষুদে বার্তা পেলাম
আজ বিকেলে ............
মিষ্টি হাসি আমার মুখে এই রাতে
কাটে না সময়, আর নিদ্রাহীন রাত
তোমাকে ভেবে ভেবে
মাথার উপর জ্বলছে বাতি
বেলি ফুলের সুবাস গেছে ছেয়ে,
আমাদের ছোট বাগান জুড়ে ।
আজ বিকেলে
কিনে এনেছিলাম
গোলাপি "গোলাপ"
তোমাকে ভেবে ।
মোবাইল ফোনে হবে কথা
সারারাত জুড়ে !
হৃদয়ে মাঝে দেয় খুশির দোলা
মন করে তোমাকে,আনমনে,
এই রাতে শুধু, তোমার ও আমার
তোমার অপেক্ষা আছি ।
সেই সকাল থেকে
সব মনের কথা,বলবো খুলে
তোমাকে জড়িয়ে ধরে
তোমার আদরে চুমু দিবো,
তোমার কপালে এই
মধুময় মধুর স্মৃতি
হবে আরও মধুর আমাকে
একটু খানি ছুঁয়ে দিলে ।