যদি চাও তবে আমি আসবো
যন্ত্রনা ভরা জীবন থেকে নিষ্পাপ
দুইটি মন ভাগ্যের
সাথে লড়াই চালিয়ে যাচ্ছে
করছে তো করছে
কি নির্মম পরিহাস
একি নিয়তির খেলা
নাকি শুধুই একাকী পথ চলা
ভুক্ত ভুগি বেশ আমরা কেউ
স্বার্থপর বড়োই স্বার্থপর
পৃথিবীর এপিট ওপিট
শুধু মুখোশ পরা মানুষ
ঘুরছে তো ঘুরছে
আজ ও কি সেদিন আস্তে আস্তে
মুমূর্ষুতার ছোয়া ধাবিত হয়ে
সামনের দিকে এগিয়ে যাচ্ছে
আমি জীবিত বা মৃত
আর কত কাল
স্পর্শকাতর হারানো যন্ত্রনা ।