থমকে যাওয়া মানুষের
নিস্তব্ধ কান্না আর কতকাল
শুনতে হবে বেঁচে থাকা মানুষের
লোভ লালসা জাতিগোষ্ঠী
জবানবন্ধি এক নির্বিশেষে
জীবন ভিক্ষা ।




















#বর্ণনা:রোহিঙ্গা সংকট, গণহত্যা ও রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করা নিয়ে আমার
এই কবিতা ।