ইচ্ছে করে তোমাকে
জড়িয়ে ধরতে
ইচ্ছে করে তোমাকে
ছুঁয়ে দেখতে
আমি অত্যন্ত খুশি
তোমার মতো কাউকে পেয়ে
আমার জীবন সাথে ।
প্রেম হয় পবিত্র ;
ও প্রেম হয় জীবন্ত ছবি
" ভালোবাসা নামক "
ক্যানভাসে আঁকছি
তুমি আর আমি ।
মুক্ত আকাশে পাখির মতো
ডানা মেলে দিতে ইচ্ছে হয়
উড়তে ইচ্ছে হয়, নীল আকাশ পানে
বৃষ্টির তালে তালে নাচতে ইচ্ছে হয়
তোমার হাতটি ধরে ।
আচ্ছা, তুমি যেদিন
প্রথম আমার হাত ধরেছিলে
আমি তো লজ্জায় জড়োসড়ো ।
আমার ঠোঁটের কোণে এক ফালি হাসি .....
ও আমার জীবন সাথী
শুনবে "ভালোবাসার কথা" ?
ভালোবাসি "তোমাকে তাই "
স্মৃতির মাঝে আমার হৃদয়ের
স্পন্দনে তোমার অস্তিত্ব
ভালোবাসি খুব ভালোবাসি
তোমাকে তোমার মাঝে
খুজে ফিরি এই আমাকে
ইচ্ছে হয় ......শুনবে কি ?
"ভালোবাসার কথা" ।