বাড়িটি চমৎকার
ভিতরে সুন্দর করে গুছানো
পরিপাটি ঘরের দেয়াল
এসব কিছুই আমার নয়
আমি বৌয়ের বাড়ির ঘরজামাই
শশুরবাড়ি মধুর হাড়ি
ভালো খাই
কোন কাজ নেই ।
আজ আমি ঘর জামাই
প্রেম করে পেলাম ধনীর মেয়ে
সোনার কাঠি পেয়ে গেলাম হাতে
আহা ! কি সুখ ছিল মোর কাঁধে
কি আনন্দ কি খুশি
আমি এক ঘরজামাই ।
কোন কাজ নেই
তাই বেকার বসে বসে খাই
আমি এক শশুরবাড়ির ঘর জামাই ।