বেলা, ভোর রেওয়াজের শব্দ ভেসে আসে
মন হয় মগ্ন !
হারমোনিয়াম নিয়ে কে যেন গাইছে গান
সা রে গা মা পা-ভোরবেলা সারগাম
আঃ হা জুড়ালও যেন পরাণ
গানের হলুদ রঙের খাতা !
লেখা  অনেক গুলো গান কলি ।
হারমোনিয়াম,
যে আমি সুর তুলি
গানের স্বরলিপি নিয়ে
মোর "প্রিয়া হবে মোর" ।
বসন্ত মাখা সকাল
গানের খাতার প্রতিটি পাতায়ে পাতায়ে
গান গীত সুরও ছন্দ মিশে মিশে যায়,
আবার যেন রেওয়াজ বাজে ছন্দ
হারমোনিয়ামে আমি গানে সুর তুলি
তবলার সুর
ত্রিতাল, কাহারবা তাল,দ্রুত দাদরা
গান আমার মনে প্রাণে যেন ।